পূজো আবার আসবে
পূজো আবার আসবে




ঢাকের আওয়াজ কমে গেলো, সব চকচকে আলো গেলো নিভে।
ধুনুচির গন্ধ এলো ফুরিয়ে,স্নিগ্ধ বাতাসে পুজোর গন্ধ এলো মিলিয়ে।
পাঁচ দিনের আনন্দ, আর এক বছরের অপেক্ষায় বাঙালি গুনছে প্রহর।
আবার আসবে ফিরে মা ,সবার আনন্দ নিয়ে ভরিয়ে দেবে এই গ্রাম আর শহর।