অত্যাচারিত
অত্যাচারিত


আমাদের দেশে হয়ে যাবে এইভাবেই রেপ।
যদি সরকার এর বিরুদ্ধে না নেয় কোনো স্টেপ।
আমাদের ভোটে আমরাই গড়েছি আমাদের সরকার।
আমরা রেপের জন্যে শাস্তি চাই এটা আমাদের অধিকার।
এই দেশে সিম ফ্রী হয় ওসব হবে বলে ভাবাও পাপ।
আর সত্যি কথা বলে প্রতিবাদ করলে লোকে বলে রাফ।
যেটা হয় সেটা মুখে আসে ।
খারাপ লাগলে ছেড়া গেছে।
যেটা হয় যেটা ঘটে সেটা লিখি ওতো ভাবিনা কি হবে।
খারাপ লাগলে আসুন, আর মালা পড়াতে হবেনা আমার শবে।