স্কুল ছুটির বিকেলবেলা
স্কুল ছুটির বিকেলবেলা


স্কুল ছুটির বিকেলবেলা ফেলে এসেছি অনেককাল।
সবার সাথে আর হয়না দেখা দূরত্বের হোয়েছে আকাল।
বেঞ্চে কেটে আসা দাগগুলো আজও মনে পড়ে খুব।
হাসি ঠাট্টার দিনগুলো ফুরিয়ে গেলো আজ সব নিশ্চুপ।
আজও যেনো বারবার ডাক দেয় স্কুলের ওই ইউনিফর্মটা ।
আজও মনে পড়ে টিফিনবেলার কাড়াকাড়ির দিনটা।
খাতার শেষ পৃষ্টাতে লেখা আর খেলা কাটাকুটিগুলো ।