বন্ধু পাশে ছিল
বন্ধু পাশে ছিল


সকাল নটা পঁচিশ এর ট্রেন তোকে খুঁজে চলে।
বিকালের মাঠ তাকে খুঁজে বেড়ায় ব্যাটেবলে।
হোয়াটসঅ্যাপ এর লাস্ট সিন এ ছিলি শেষবারের মতো।
শেষ কথা বলেছিলি ,তোর জমানো রাগ ছিল যত।
বন্ধু তোকে ফিরে আনবো বলে আজও ডেকে যাই।
বন্ধু তোকে ভালবাসবো বলে আজও খুঁজে বেড়াই।
অনেকদিন হলো তুই গেছিস আমাকে ছেড়ে।
জমে থাকা ভালোবাসা বিলীন হলো শেষ কাউন্টারে।
স্কুলে ফেলে আসা স্মৃতি গুলো ছড়িয়ে গ্যালারিতে।
তুই পাশে থাকলে উষ্ণ বুকের ভিতর, তাও খুব শীতে।