STORYMIRROR

Souhardhya Pramanick ( নিশাচর)

Inspirational Others

3  

Souhardhya Pramanick ( নিশাচর)

Inspirational Others

ফসলের দাম

ফসলের দাম

1 min
210


আইনের যাঁতাকলে পিষবে আমায়

আমার ঘাম,

আমার রক্তের দাম ফুটবে রক্ত জবায়।


আমার মুখের ম্লান হওয়া হাসি

আমার কণ্ঠ চেপে ধরে রাখা আইন এর ফাঁসি।


ক্ষুধায় ছটফট করা আমার দেহ

জ্বলন্ত মৃত্যুর সাথে যুদ্ধ

ব্যর্থ হওয়া অনেক চাষী

আমার দেশপ্রেমে তোমার পেট ভরে হে দেশবাসী।


মাটি গর্ভে আমার মেহনত

অন্তঃসারশূন্য হৃদয় তোমার

আমার কাস্তে, আমার জমি , আমার অধিকার।


আমার দেশবাসী আমার পল্টন

তুমি একা পড়ে যাবে

আমি চাষ না করলে রাজা তুমি কি খাবে?


আমার চোখে বিদ্রোহের আগুন

জ্বলছে পেট আমারও

আমি কাস্তে ছাড়লাম বন্ধু

তুমিও না খেয়ে ঘুমিও।


মাঠজুড়ে আমাদের সম্পদ

আমরাও দেশের জন্য লড়ি

বন্ধ করব রাষ্ট্রের এবার ঘৃণার চচ্চড়ি।


তোমার শোষণ এর জবাব

আমাদের ফসলের দাম আর আমাদের ইনকিলাব।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational