STORYMIRROR

Souhardhya Pramanick ( নিশাচর)

Romance

3  

Souhardhya Pramanick ( নিশাচর)

Romance

প্রথম প্রেম ছিল দ্বিতীয় চাওয়া

প্রথম প্রেম ছিল দ্বিতীয় চাওয়া

1 min
1.6K

ভালোবাসা, হ্যাঁ হয়েছিল অনেক কাল আগে হৃদয় ছুঁয়ে যাওয়া শিহরণে।

স্বপ্ন সাজিয়ে ছিলাম ,কিন্তু জানতাম না ভাঙ্গা কাঁচ আগলে যাচ্ছি আনমনে।


অবসান ঘটলো আমারও প্রেমের,কাটলো বাকিটা সময় কবিতা লিখে।

ভেবেছিলাম আর বাসবোনা ভালো,তাকিয়ে ছিলাম একমনে ডাইরির দিকে।


আবার জন্মালো একই ভালোবাসা তোমায় কেন্দ্র করে তোমার বৃত্ত জুড়ে।

জানি ভালোবাসো তুমিও, আগলে রেখো এই প্রেম ফেলে দিওনা ছুড়ে।


অবহেলাকে আমরা কারণ করবো আবারও একইভাবে ফিরে আসার ।

হাত ধরে থাকবো চিরকাল যদি কথা দাও সারাজীবন ভালোবাসার।


Rate this content
Log in

Similar bengali poem from Romance