Shop now in Amazon Great Indian Festival. Click here.
Shop now in Amazon Great Indian Festival. Click here.

Souhardhya Pramanick ( নিশাচর)

Classics

3  

Souhardhya Pramanick ( নিশাচর)

Classics

স্কুল জীবন

স্কুল জীবন

1 min
1K


       যখন আমি স্কুলে ছিলাম


আমার স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিতাম


বসতাম মিডিল বেঞ্চে কিন্তু হাত তুলতাম না।

আমি পড়া শুনতাম কিন্তু অঙ্ক করতে জানতামনা।


দাদুর ঘুগনি মুড়ি ছিল পাঁচ টাকা আর পেপসি ছিল ২ টাকা।

দোকান থেকে বেরিয়ে পাঁচটা হাত এলো আর সব ফাঁকা।


তখন আমাদের বন্ধুত্ব ছিল সবার উপরে সত্য।

হাত কেটে যাওয়াটা স্মৃতি এখন ,তখন ছিল ক্ষত।


স্কুলের ফাঁকা টাইমে খেলতাম ব্যাট বল।

আজ সব দাড়িয়ে থেকে বলে বন্ধু চল।


তখন নাম্বার ছিল শুধুই মার্কশিটে।

আজ নাম্বার দাড়িয়ে হোয়াটসঅ্যাপে।


স্কুল থেকে একসাথে বিকেলবেলা বাড়ি ফেরা।

কয়েকটা লাইনে আবার একবার চিনে ফেলা।



Rate this content
Log in

Similar bengali poem from Classics