স্কুল জীবন
স্কুল জীবন
যখন আমি স্কুলে ছিলাম
আমার স্কুলের বন্ধুদের সাথে আড্ডা দিতাম
বসতাম মিডিল বেঞ্চে কিন্তু হাত তুলতাম না।
আমি পড়া শুনতাম কিন্তু অঙ্ক করতে জানতামনা।
দাদুর ঘুগনি মুড়ি ছিল পাঁচ টাকা আর পেপসি ছিল ২ টাকা।
দোকান থেকে বেরিয়ে পাঁচটা হাত এলো আর সব ফাঁকা।
তখন আমাদের বন্ধুত্ব ছিল সবার উপরে সত্য।
হাত কেটে যাওয়াটা স্মৃতি এখন ,তখন ছিল ক্ষত।
স্কুলের ফাঁকা টাইমে খেলতাম ব্যাট বল।
আজ সব দাড়িয়ে থেকে বলে বন্ধু চল।
তখন নাম্বার ছিল শুধুই মার্কশিটে।
আজ নাম্বার দাড়িয়ে হোয়াটসঅ্যাপে।
স্কুল থেকে একসাথে বিকেলবেলা বাড়ি ফেরা।
কয়েকটা লাইনে আবার একবার চিনে ফেলা।