সেরা প্রাপ্তি পাবো কেমনে
সেরা প্রাপ্তি পাবো কেমনে
ভালোবেসে কিছু করলে ফল পাবে তা নিশ্চয়।
অনেক ঠোকর খেয়েও ঠিক হাতে আসবে জয়।
চিন্তা করোনা মন দিয়ে চাও আর শুধু খেটে যাও।
সময় আসবে সাবাস বলবে তোমায় হেয় করা ছেলেটাও।
এক পা পিছলে পাঁচ পা এগিয়ে যেতে শিখে নিও।
চেয়ে নয় যুদ্ধে জিতে নেওয়াটাকে করে ফেলো প্রিয়।