ভালোবাসার জয়
ভালোবাসার জয়
ভালোবাসার জয়
মানিক চন্দ্র গোস্বামী
আমার শুস্ক মরুভূমির উদাত্ত এই বুকে,
মরুদ্যান হয়ে এসেছো তুমি, ভুলেছি দুঃখ-শোকে।
কত ভালো বেসেছি তোমায়, জানেন অন্তর্যামী;
জাতের বিচার মনের মাঝে কখনো ভাবিনি দামী।
একা ছিলাম, নিঃসঙ্গ, দীর্ঘ ছিল রাত,
গান হারিয়ে, সুখ লুকিয়ে, ভরেছিলো অবসাদ।
ভোরের আলো ফুটলো যখন,
মনের পাখির পুলকিত মন,
তোমার হৃদয় ঠিকানাতে নামটি হলো লেখা;
ভালোবাসার মধুর স্রোতে,
ভ্রমরার মতো গুঞ্জনে মেতে,
গাছের পাতার সবুজ প্রাণে, প্রাণের আলোক রেখা।
সমাজের রায় ভিন্ন জাতের,
ভেঙে দিয়ে যায় স্বপ্ন রাতের,
মনের মিলের ধার ধরে না লোকে;
চেষ্টা তাদের বাধাদানে,
হিংসা দ্বেষের বীজটি বুনে,
নিকষ আঁধার ছড়ায় মনে প্রকাশ্য দিবালোকে।
ভালোবাসার প্রভাব বলে,
গোলাপেরই পাঁপড়ি, দলে;
ভোরের বাতাস সুবাস ছড়ায় প্রাণে,
হোক না যতেক বিরোধিতা,
মনের স্বীকৃতি নীরবতা,
জয়ের মালা পড়বে গলায় ভালোবাসার টানে।
