ভালোবাসার অন্য কাহিনি
ভালোবাসার অন্য কাহিনি
কালো মেঘের পর্দার আড়ালে
লুকিয়েছে আজ রবি,
মনের নীল আকাশ আজ ঘন মেঘলা,
আভিমানরা জমাট বেঁধে আজ
এক মস্ত পাহাড় সমান,
মন ক্যানভাস আজ বিবর্ন_
ফ্যাকাসে, রঙ হারিয়ে ম্লান,
মন কাননে ভালোবাসার পারিজাত
ফুল শুকিয়ে গেছে ঝরে,
মনে বসন্তের রঙিন হাওয়া আর বয়না,
মন কোকিলের মত গুনগুনিয়ে
ওঠেনা নিত্য নতুন সুরে,
মন আয়নার কাঁচ আজ ভেঙ্গে
হয়েছে টুকরো টুকরো,
ভাঙ্গা টুকরোর ভীড়ে ফুটে ওঠে
নিজের অর্ধ প্রতিবিম্ব,
কিন্তু সেই প্রতিবিম্বে নেই আর
কোনো উজ্জ্বলতা!
সে হয়েছে বিষন্নতার ভারে মলিন,
চোখ বেয়ে ঝরে শুধু শ্রাবনের বারিধারা,
ঠোঁটের কোনে আলতো হাসি
হয়েছে তোমর সাথে বিলীন ,
মনের দক্ষিন দুয়ার হয়েছে কবেই রুদ্ধ!
মনের খিড়কি ভেদ করে আর
আসেনা রূপোলি আলো,
মনের অন্দরমহলের প্রতিটি কোনায়
ছড়িয়ে গেছে আঁধার নিকষ কালো ,
তবুও অন্তর জুরে অনুভূত হয়
তোমার অভিনিত ভালোবাসার স্পর্শ,
আজও চোখের কোনে ফুটে ওঠে
তোমার সুন্দর জলছবি ক্ষনিকের তরে,
কিন্তু সে হারিয়ে যায়!
হৃদয় সমুদ্রে আছড়ে পরা
প্রবল ঢেউএর ভীড়ে,
ভুলতে চাই যা কিছু আছে পুরাতন,
কিন্তু ভুলতে পারিনা!
আরও জড়িয়ে পরে
কষ্টের জালে অবুঝ মন,
তুমি এক সুদক্ষ অভিনেত্রী,
আমার ভালোবাসায় ভরা
কল্প কাহিনির জগতে।

