STORYMIRROR

Nityananda Banerjee

Romance Classics

4  

Nityananda Banerjee

Romance Classics

ভালোবাসা

ভালোবাসা

1 min
238

দিনে রাতে স্বপ্ন দেখা অভ্যেস ;

যৌবন যার দেহ মনে আচ্ছন্ন ,

কখনো কাঙাল; পথের ভিখিরি বেশ ;

ছেঁড়া ধূতিতে প্রেম হয় বিষণ্ণ ।

দিনে রাতে স্বপ্ন দেখে যারা ;

বুকের মাঝে যেন বিদঘুটে ব্যথা ,

আসলে তারা কোন পাল্কির বেহারা ;

আগ বাড়িয়ে মুখেমুখে ফোটায় কথা ।

দিনে রাতে স্বপ্ন দেখার অভ্যেস ;

তন্দ্রা জড়ানো দুই চোখে কুয়াশা,

জাগরণে তার আলুথালু কালো কেশ ;

কোকিল জোটায় কেবলি কাকের বাসা ।

ফাগুন বেলায় আগুন জ্বলে বুকে ;

চোখের পাতা ভিজিয়ে অশ্রু জলে,

ভালবাসা আসে বিজয় গর্বে সুখে ;

বাৎস্যায়ণের ইতিকথা কি তাই বলে ?

তোমার মতো আমিও স্বপ্ন দেখি ;

তোমার মতোই করে যাই হা-হুতাশ ,

তোমার মতোই হিজিবিজি কি লেখি ;

ভালবাসাই যেন হয় তুরুপের তাস ।

ভোমরার গান কিম্বা কাকলি কূজনে ;

যদি কোনদিন আমাদের জুটি মজে ,

স্বপ্ন দেখাই ছেড়ে দেব দুইজনে ;

পাশাপাশি মোরা চলে যাব পদব্রজে ।

কি পেলাম ; কি পাইনি ভালবেসে ;

হিসাবের খাতা দেখিনি কখনো খুলে,

রয়ে গেছি বেশ আঘাতের আবেশে ;

স্বপ্ন দেখা গিয়েছি দু'জনে ভুলে ।

পতি পত্নী প্রেমিক প্রেমিকা সবাই ;

হিসাব শাস্ত্রে সকলে হয় অপটু ,

পেশাদারী প্রেম আজো জগতে হায় ;

লিখে রাখে কিছু বাক্যবিলাস কটু ।



Rate this content
Log in

Similar bengali poem from Romance