ভালোবাসা কারে কয়
ভালোবাসা কারে কয়
ভালোবাসা শব্দে আছে অন্তরে অধিকার,
একের নয়, দুজনেরই; তোমার আমার |
মনের ভাষা পড়ে নিতে পারে ভালোবাসার টান,
রামধনু আঁকা কল্পনাতে ভেসে যায় মন-প্রাণ |
ছোট্ট দুটি কথার টানের শিকড় গভীরে,
দোলা দেয় সে যে অন্তঃস্থলে, হৃদয়-মন্দিরে |
যুগের পরে যুগ ধরে চলে, কালের পরে কাল;
চোখের রঙিন দৃষ্টিতে ধরা যৌবনেরই হাল |
ভালোবাসায় খুশির হাওয়া, যাতনা নয় সদা;
মনের মানসে হারিয়ে যাবে যতেক মনের দ্বিধা |
চিরকালীন ভালোবাসা নবীন রূপে খেলে,
সময়কালের বিবর্তনে প্রকার ভেদে খোলে |
ভালোবাসা জাত মানেনা, মানেনা গন্ডি দেশে;
চোখের, প্রাণের অভিব্যক্তি ভিন্ন হৃদয়ে ভাসে |
দূরের মানুষ কখন যেন আপন হয়ে যায়,
মনের বসন্তে দখিনা বাতাস উথালি পাথালি ধায় |

