ভালোবাসা কাকে বলে?
ভালোবাসা কাকে বলে?
ভালোবাসা ভালোবাসা, কি করো ঢং?
I love you এই কথায় আছে কি কোনো রঙ?
ভালোবাসা মানে কি কেবল, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড?
তাই কি এমন ভালোবাসা খুব তাড়াতাড়ি হয় End?
ভালোবাসা মানে কি সর্বক্ষণ অনলাইন থাকা??
ভালোবাসা মানে কি শুধু হোয়াটস অ্যাপ এ কতক্ষণ থাকা!!
ভালোবাসা হয় না কেন এমন!
যেখানে থাকবে শুধু বিশ্বাসের বন্ধন!
থাকবে শুধু একে অপরের প্রতি শ্রদ্ধা, সম্মান
যেখানে বলবে না কখনোই, রূমডেট করতে চলো জান!
থাকবে না সেখানে লালসার চুম্বন, থাকবে না লালসার ছোঁয়া
থাকবে না একসাথে খারাপ কাজে যাওয়া।
কথায় কথায় আই লাভ ইউ বললে কি হয় ভালোবাসা?
অপ্রকাশিত থাকলেই তো মনকে টানে কত আশা!
ভালোবাসা মানে ফেসবুক নয়, নয় হোয়াটস অ্যাপ , নয় মেসেঞ্জার।
ভালোবাসা মানে হলো সুন্দর এক প্রতিশ্রুতির আধার।
ভালোবাসা মানে এটা কিনে দাও, সেটা কিনে দাও নয়
সেখানে থাকবে শুধু প্রিয় মানুষ হারানোর ভয়।
থাকবে বেদনা, থাকবে যাতনা, থাকবে অভিমান
তাহলেই তো বাড়বে তাদের প্রাণের প্রতি টান।
একজনের অসুখের সময় অপরজনের ঘুম আসবে না যখন
কাঁদবে তার পরাণপাখি, চিন্তায় থাকবে মন।
মনখারাপের যখন প্রাণের মানুষ থাকে পাশে
ভিডিও কলে কি সেই একই অনুভূতি মনে প্রাণে আসে?
অনলাইন প্রেম তো অনেক হলো, অনেক হলো কথা কল এ
ফিরে এসো এবার ভালোবাসার সংজ্ঞায়, ভালোবাসা কাকে বলে!!

