STORYMIRROR

Manik Goswami

Romance Tragedy

3  

Manik Goswami

Romance Tragedy

ভালো থেকো চিরকাল

ভালো থেকো চিরকাল

1 min
213


ভালোবাসি আমি তোমায় স্বপ্নে পেতে,

বিভোর থাকি তোমার মন্দে মেতে;

ভালোলাগা স্বপ্ন দেখি যে শত,

দুঃস্বপ্নও উঁকি দেয় মনে কত |

স্কুলের গন্ডি পেরিয়ে যখন কলেজের পড়া করি,

স্বপ্নে তোমায় আপন করিনু ওগো মোর সুন্দরী |

রঙিন অনেক স্বপ্নে ভেসেছি তোমাকেই নিয়ে পাশে,

ভাগ করেছি মনের কথা, মেতেছিনু উচ্ছ্বাসে |

স্বপ্নে দেখেছি ঘরটি বেঁধেছি আমি যে তোমার সনে,

দুঃস্বপ্নও ভেসে এসেছিলো মনের ঘরের কোণে |

স্বপ্নেই দেখি চলে গেলে তুমি, হারিয়ে গেলে গো সখা;

অন্যের মনে নিজেকে হারালে আমি রইলুম একা |

স্বপ্নে দেখিনু ভালো আছো তুমি

ভালো থেকো চিরকাল,

আমার আমি আমাতেই রবে,

শুধু রয়ে যাবে মোহজাল |


Rate this content
Log in

Similar bengali poem from Romance