STORYMIRROR

Amaresh Biswas

Inspirational

2  

Amaresh Biswas

Inspirational

বেঁধে বেঁধে

বেঁধে বেঁধে

1 min
681


কে আমাকে দেখে হাসল

আর কে দেখে হাসল না

কে আমাকে বাসল ভাল

আর কে ভালবাসল না।


কি যায় আসে আমার তাতে

কেউ যদি না সাথেই রয়

একলা পথে চলতে হবে

থেমে যাওয়া কভুই নয়।


কেউ আসেনি কারো সাথে

চলতে একা কিসের ভয়

চলার পথ আসবে বাঁধা

সকল বাধা করব জয়।


একা একা চলছি সবাই

সবাই মিলে একটা দল

লক্ষ্য সবার এক যদি হয়

তখন তার হয় অজুত বল।  


চলার যখন লক্ষ্য একই 

চল হাত ধরে এগিয়ে যাই

দুঃসময়ে বেঁধে বেঁধে 

থাকি সবাই আয় না ভাই।


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational