বেঁধে বেঁধে
বেঁধে বেঁধে
কে আমাকে দেখে হাসল
আর কে দেখে হাসল না
কে আমাকে বাসল ভাল
আর কে ভালবাসল না।
কি যায় আসে আমার তাতে
কেউ যদি না সাথেই রয়
একলা পথে চলতে হবে
থেমে যাওয়া কভুই নয়।
কেউ আসেনি কারো সাথে
চলতে একা কিসের ভয়
চলার পথ আসবে বাঁধা
সকল বাধা করব জয়।
একা একা চলছি সবাই
সবাই মিলে একটা দল
লক্ষ্য সবার এক যদি হয়
তখন তার হয় অজুত বল।
চলার যখন লক্ষ্য একই
চল হাত ধরে এগিয়ে যাই
দুঃসময়ে বেঁধে বেঁধে
থাকি সবাই আয় না ভাই।