বেঁচে থাকার ইচ্ছে..
বেঁচে থাকার ইচ্ছে..
তোমার জন্য প্রতিমুহুর্ত
ভাল থাকার ইচ্ছেগুলো
খোঁজ করে যায় ঠিকানা আমার
ভালোবাসা যেই আমায় ছুঁল....
কতটা পেলাম, কত হারালাম
হিসেবনিকেশ কেই বা রাখে ?
তোমার হাতে আমার আঙুল
জীবনখুশি জড়িয়ে থাকে....
তোমার জন্য বাঁচার তাগিদ
বুকের খাঁচায় নিত্য ভরি
অমাবস্যার আঁধার রাতে
তুমিই আমার কোজাগরী....
তোমার ভরসা, ভালোবাসা
হৃৎপিন্ডের জীয়নকাঠি
দিনের হিসেব আর করিনা
প্রতিমুহুর্ত ভীষণ খাটি....
এমনি করেই চলুক জীবন
ছন্দগন্ধে, কাব্যকথায়
ভাল থাকার ইচ্ছেগুলো
সরব থাকুক নীরবতায়..