STORYMIRROR

Manik Goswami

Classics Inspirational

4  

Manik Goswami

Classics Inspirational

বেঁচে থাকা মনের জোরে

বেঁচে থাকা মনের জোরে

1 min
245

Prompt-31


বেঁচে থাকা মনের জোরে

মানিক চন্দ্র গোস্বামী


মিনসে শোনো, নেইকো ঘরে চালের একটি দানা;

খাবার কথা আনবে না মুখে, মিলবে নাকো খানা |

কানাকড়িও নেই ঘরে যে রামুর দোকান থেকে,

দু মুঠো চাল আনবো কিনে, ভাত উঠবে মুখে |

মাস্টারমশাই বলে দিয়েছেন খোকার স্কুলের টাকা,

আজ না দিলে পরীক্ষাতে বসতে দেবে বাধা |

খেঁদিটাও তো সোমত্ত হলো, বিয়ে তো হবে দিতে;

টাকার জোগাড় রেখেছো কত, পারবে কি কুলোতে ?

আজকে যখন সকাল থেকেই ছিলে ঘরের বাইরে,

বীজধানের দামটা নিতে, জোতদার পাঠিয়েছিল ভাইরে |

হুমকি দিলো গলা চড়িয়ে উঠোনে পা রেখে,

না দিলে টাকা বসতবাড়ি ছাড়তে হবে তোকে |

খোকার বাবা, করনা কিছু টাকার জোগাড় এবার;

চিন্তায় রাতে ঘুম আসে না, জীবনটা জেরবার |


খেঁদির মা'রে, চিন্তা কিসের, রাতে পড়েছে জল;

সকালে তাই গেলাম মাঠে, পেতেই হবে ফল |

বীজধান পুঁতে লাগিয়ে এলাম মস্ত টাকার গাছ,

ক'মাস পরেই ফলটা পাবি, সেই আনন্দে নাচ |

বড় হয়ে গাছগুলো যখন বাতাসে দোলাবে মাথা,

সোনার ধানে ভরবে গোলা, রইবে না আর ব্যথা |

আর ক'টা দিন কষ্ট করে হালটা ধরে থাক,

মিটিয়ে দেবো সবার দেনা, বিয়ের লগ্ন দ্যাখ |



Rate this content
Log in

Similar bengali poem from Classics