বেলা শেষে
বেলা শেষে
বেলা শেষে
মানিক চন্দ্র গোস্বামী
পথ পানে চেয়ে কাটিয়ে দিলাম অগণিত দিবারাতি,
আঁধার ঘরে টিমটিম জ্বলে জীবন প্রদীপ ভাতি।
সহস্র প্রহর পার হয়ে গেলো মনের অপেক্ষায়,
মধ্য গগনের রবির প্রভা স্তিমিত সাঁঝের বেলায়।
আশা ছিল মনে বিরোধ প্রাচীর ডিঙোবেই একদিন,
সময়ের টানে বুকের হাঁপর ক্রমেই হয়েছে ক্ষীণ।
শ্রাবনের মেঘে গোমড়া মুখে আকাশ ছিল ছেয়ে,
তবু তারই মাঝে রামধনু এসে দেখেছিলো উঁকি দিয়ে।
স্বপ্ন অনেক দেখেছিলো আঁখি, অশোক, তমাল তলে,
মনের কথা তিরতির বেগে বহিলো সাঁতার ছলে।
হৃদয়ের সাথে হৃদয় মিলিলো, হাতের ওপরে হাত,
শপথ রহিল অঙ্গীকারের, চিরকাল সঙ্গী দেবে সাথ।
বেলাশেষেও এলোনা আজও স্বপ্নপুরীর রানী,
অনন্তকাল অপেক্ষা করেও হাল পেলোনা পানি।
নিভে গেলো আশার প্রদীপ, আঁধার ঘরের কুপি,
বিষন্নতা ভগ্ন প্রাণে স্থান নিলো চুপি চুপি।
আশায় আঁকড়ে বুকের মাঝে রয়েছি প্রতীক্ষায়,
গোলাপ, গাঁদা উঠবে হেসে মনের আঙিনায়।
