Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Manik Goswami

Classics

4.5  

Manik Goswami

Classics

বেকার

বেকার

1 min
316


বেকার 

মানিক চন্দ্র গোস্বামী


জগতে মোরা বিখ্যাত শুধু বেকার নামটি ধরি,

কাজকর্ম নেই কিছু তাই পথে পথে শুধু ঘুরি |

আড্ডা মারি দোকানে, রকে, সিনেমায়, ময়দানে;

টিটকারি বা শিস দিই জোরে খুশিতে উথলে প্রাণে |

বাহবা জানাই তারেই মোরা মুখের জোরে যে,

উৎসাহিত করতে পারে মোদের সকলকে |

তারেই শুধু গুরু মানি, আমরা তারই পিছু;

তোষামোদে তুষ্ট করি পাবোই ভেবে কিছু |

হঠাৎ যদি পিঠ চাপড়ে গুরু দেন আশ্বাস,

দ্বিগুন ফুলে ওঠা বুকে, ভরে নিই প্রশ্বাস |

গুরু যদি রাগের বশেই মাথায় মারেন চাঁটি,

তারেই মোরা আশিস মানি, ভক্তিতে পরিপাটি |

কাজকর্ম কিছু নেই তাই কখনো হেথায় হোথায়,

দিবারাত্রি চক্কর কাটি, উদাসীন হেঁটে যাই |


উদ্দেশ্য কিছু একটা একদিন ছিল জানি,

হারিয়ে ফেলে সব কিছু তাই অদৃষ্টেই মানি |

জ্বালা মোদের সর্বাঙ্গে এবং আপাতশূদ্ধ মনে,

জ্বালা সদাই পথে, ঘরে, কটু বাক্য শুনে |

সব কিছু তাই ভুলে থাকার চেষ্টা করার ছলে,

সদাই মোরা ডুবে থাকি তাই খুশির অতল তলে |

চেষ্টা করি বাঁচতে চেয়ে দুঃখী জগৎ মাঝে,

দুঃখ-কষ্ট দূরে রেখেই মেতে আছি বিনা কাজে |



Rate this content
Log in

Similar bengali poem from Classics