বেহাল শিক্ষা
বেহাল শিক্ষা


শিক্ষালাভ করতে গিয়ে মরণ,
শিক্ষালাভ করেও বেকার,
চাকরির জন্য করতে হবে অনশন,
শিক্ষার ভবিষ্যৎ অন্ধকার।
কি যে চাইছে তৃতীয় বিশ্বের,
এই বিকৃত ভোগবাদ?
অস্তিত্ব রাখতে চায় দুটি শ্রেণির,
মধ্যবিত্তকে করে বরবাদ?
অর্থ ও পেশি শক্তির আধার,
অন্ধ রাজনৈতিক ক্ষমতা,
সমাজ জুড়ে ন্যায়ের হাকাকার,
নেই স্নেহ মায়া মমতা।
অথর্ব এখন সামাজিক রীতিনীতি,
বৈধতা পায় ব্যাভিচার,
ভোটের কাছে নত মস্তক রাজনীতি,
ছাত্রের স্বপ্ন হচ্ছে ছারখার।