STORYMIRROR

Debasmita Ray Das

Fantasy

1.1  

Debasmita Ray Das

Fantasy

বাউন্ডুলে

বাউন্ডুলে

1 min
16.5K


বাউন্ডুলে ঘরছাড়া এক পথিক আমি

রিক্ত ডালা মনের পুলকে সাজিয়ে আনি।

যেথায় মুক্ত বিহঙ্গেরা পাখা মেলে,

গগনমাঝে সুধাধারা জাগিয়ে তোলে,

তাদের ডাকে ফুটে ওঠে কুসুমকলি।

গগনপানে মেলে মুগ্ধ নয়নগুলি

বনস্পতি পুলক হর্ষে বাড়ায়ে হাত,

বলে যত দ্বিধা দ্বন্দ্ব নিপাত যাক।

শাখায় শাখায় কলরবে মুগ্ধ আমি

বাউন্ডুলে ঘরছাড়া এক পথিক আমি।

সেথায় সেই পথ যেখানে নিয়েছে বাঁক,

হৃদয়স্পর্শে আকাশ বাতাস দেয় জীবনডাক।

পথের প্রান্ত দেয়না সাড়া যে গান গায়

হৃদয় অন্য আলোকশিখার উৎস পায়,

যেথায় তার আশীর্বাদে ধন্য আমি

বাউন্ডুলে ঘরছাড়া এক পথিক আমি।

#positiveindia


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy