বাংলায় বাঁচি বাংলায় মরি
বাংলায় বাঁচি বাংলায় মরি
বাংলায় বাঁচি বাংলায় মরিতে চাহি
আমি বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেছি,
বাংলায় ভেবেছি
বাংলায় উত্তর লিখেছি।
আমি বাংলা মাধ্যম স্কুলে শিক্ষকতা করেছি
বাংলায় বই পড়ি,
বাংলায় বোঝাই পড়া।
আমি বাংলায় ভাবি,বাংলায় ভাব বিনিময় করি
বাংলায় জীবন গড়ি,
বাংলায় বিকাশ রথে চড়ি।
বাংলা ভাষা আমার জীবনে সহজাত সহযাত্রী
কেমনে তাকে ছাড়ি?
তার জন্য তাই লড়াই করি।
আমি বাংলা গানে ঘুমাই ,বাংলা গানেই জাগি
বাংলায় হাঁটি,বাংলায় ছুটি
বাংলায় বাঁচি, চাহি বাংলাতেই মরি।
