বাংলা ভাষা
বাংলা ভাষা
এই বাংলায় হয়েছে আমার জন্ম
বাংলার মাটি বাংলার বৃষ্টি
মন জমিনে ফলায় ভালোবাসা
যেন বৈকুণ্ঠের সৃষ্টি।
বাংলা ভাষায় ফোটে প্রথম কথা
সে যে আমার মাতৃভাষা,
সেই ভাষাতেই জমিন চষি যথা
সে তো স্বাদে গন্ধে খাসা।
