STORYMIRROR

Manik Goswami

Drama Inspirational

3  

Manik Goswami

Drama Inspirational

বাঁচার তাগিদে

বাঁচার তাগিদে

1 min
236


গতবারের গরম কালে ঘর বন্দি হয়ে,

কাটিয়ে দিয়েছি রুক্ষ ঋতু দেবাশীর্বাদ চেয়ে |

আম কাঁঠালের সুগন্ধি স্বাদ বাতাসে হয়েছে লীন,

চিন্তার ভাঁজ কপালে রেখে কাটিয়ে দিয়েছি দিন |

মহামারীর প্রকোপে পেয়েছি স্বজন হারার ব্যথা,

ভবিষ্যৎ প্রজন্মে পাবে সে সব গল্প কথা |

বিধিনিষেধ সবই মেনেছি, সান্নিধ্য থেকে দূরে;

পড়াশোনা শিকেয় উঠেছে, পড়ুয়ারা সব ঘরে |

মাথার ওপর বাজ পড়েছে, হারিয়ে ফেলেছি কাজ;

আয় হারিয়ে শূন্যদৃষ্টি, ভুলুন্ঠিত তাজ |

কেমনে চালাবো সংসার আর কেমনে জোগাই অন্ন,

হাত পেতেছি সরকার দ্বারে, গরিমা হয়েছে ক্ষুন্ন |

তবুও আমরা লড়াই করে কাটিয়ে দিয়েছি সাল,

আশায় ছিলাম প্রতিষেধকে ফেরাবে দেশের হাল |

এবার গরমে চিত্র আবার নতুন করেই ফোটে,

দ্বিগুন শক্তি দেখিয়ে 'মারী' দ্বিগুন বেগেই ছোটে |

এবার বড় ভয় পেয়েছি কাটবে কি আর গরম,

মহামারীর প্রকোপ দেখি পৌঁছে গেছে চরম |

প্রার্থনা করি, দেবতারে স্মরি, মহামারী দূর করো;

আবার সকলে অতীতের ন্যায় প্রশ্বাস লই বড়ো |


Rate this content
Log in

Similar bengali poem from Drama