বাঁচার আড়ালে মরণ হাসে
বাঁচার আড়ালে মরণ হাসে
পড়ন্ত বিকেলে সূর্যের আলো,
ফেলে লম্বা ছায়া,
এতোটা দীর্ঘতা কোথায় পেলো,
ছাড়িয়ে যায় কায়া।
পড়িয়া রহিল শুধুই অতীত,
দীর্ঘ ছায়ার মতো,
ধরিয়া রাখিল কর্মের গণিত,
স্মৃতির মাত্রায় যতো।
কতো অধিকার নিমেষে গেলো,
স্মৃতির স্তুপে ঢেকে,
হড়কা বানে নামিয়া আসিলো,
পাহাড়ী ধস ডেকে।
কথার খোলসে বর্ণহীন হলো,
চারদিক তখন থেকে,
বাঁচার আড়ালে মরণ হাসিলো,
মুখে চাদর ঢেকে।
