অত্যাচার
অত্যাচার

1 min

622
গরুর গলায় একটা ঘষ্টানি দাগ আছে
লক্ষ করে দেখো,
দিনের পর দিন এইভাবেই মালিকানার
ছাপ এঁকে দেয় তার প্রভু,
মেয়েরা সাধ করে পায়ে মল পড়ে
বোঝেনা ঐ ঝমঝম আওয়াজ,
তাকে নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখার
সতর্ক বার্তা,
জীবনের প্রতিটি পদক্ষেপে সম্মুখীন
হতে হয় যন্ত্রণার,
কিন্তু আশ্চর্যের কথা এই যে,
আমরা খেয়ালই করিনা ও সবই আসলে
সুকৌশলী অত্যাচার।