অত্যাচার
অত্যাচার

1 min

493
শাসনের নামে এ কি অপশাসন!
সে কি নয় অত্যাচার?
গরীবদের শোষণ, ধনীদের তোষণ,
এ কি তোমার ব্যাভিচার!
বলব কাকে? শুনবে কে?
ধর্মে নেই তো আচার,
হে ভগবান, মুখ তোলো,
আজ করো এর বিচার।