অতীত খুঁজি তোমায়
অতীত খুঁজি তোমায়
অনাগত ভবিষ্যের চিন্তা আর বর্তমানের উৎকণ্ঠা;
দুইয়ে মিলে জরাজীর্ণ করে দেহ মন ;
আমি ঠিক তখন -
ফিরে যাই অতীতের দ্বারে,
কত স্মৃতি, মেদুরতা, খুঁজি বারেবারে ।
অতল সাগর ভেদি' উঠিল যেদিন গিরিরাজ ,
শিরোপরি সরোবরে লুক্কায়িত লাজ ,
অনুভবের আঙিনায় ;
ঠাঁই নাই ঠাঁই নাই -
স্মৃতিঘেরা শৈশব কৈশোর কাল;
যৌবনের দুর্গম জটাজাল
ছিন্ন করি জড়ায়েছে মোরে -
জটিল নিদ্রার ঘোরে
দেখে যাই কত না স্বপন ;
মন বলে সেই তো ছিল ভালো অখণ্ড এক মনোদর্পণ ।
চিরায়ু কালের কলা নির্বিশেষে সকল জীবে
হ্রাস করে, গ্রাস করে , প্রলয়কারী অনুভবী শিবে,
রুদ্রকঠিন মহাকাল,
মনে নাই আজ তার চন্দ্রায়িত বিলোল কপাল ।
পড়ে থাকি আপনারে লয়ে ;
দিন আনি দিন খাই ভবিষ্যত যায় যাক ক্ষয়ে,
এ' মাটির ধূলায় যাবে মিশে,
চলমান বর্তমান অনাগত ভবিষ্যে ।
পণ্ডিত সকলে নয় ; কেহ নয় যুগ অবতার ;
যাহার করুণাধার
উদ্ধারিবে জাগতিক গ্লানি,
অতীত তোমায় খুঁজি; খুঁজি তব কোন স্মৃতিখানি ।
