STORYMIRROR

Debiprasad Panja

Classics

3  

Debiprasad Panja

Classics

অসুস্থ বর্নমালা

অসুস্থ বর্নমালা

1 min
139

ল্যাম্প পোস্টের নীচের আঁধারে নিজেকে ঘৃতাহুতি,

এক চিলতে আধ ফোটা স্ফটিক প্রেমের পুণ্যে;

যেখানে উইধরা পুঁথির নির্বাক অক্ষররা ছাইভস্ম।

মিথ্যার মিনারে ঢেকেছে কারবালার প্রান্তর,

ইতস্তত মন জুড়ে হতাশার নদী।


অদেখা গোধূলিতে মন পুড়েছিল,

অভিমানের ছায়া ছিল অতি দীর্ঘ...

তবুও তো ছিল মন ফাগুনের সেই অরুন্ধতি

দিগন্ত রেখায় হেলানো মাঝ আকাশের খাঁজে।

রোজ জীবন্ত জাগর প্রদীপ জ্বালিয়ে রাখি,

চাঁদ খোলা ফুলশয্যার আশায়।


মৃত উপত্যকায় বিরাজমান বেদনার হলকা;

সাক্ষর প্রেমেও যে নাগরিক অভিলাষ জানা ছিলনা।

দূরের সূর্যনগরে অপেক্ষায় ঘুমন্ত ঈশ্বর,

অসুস্থ বর্ণমালাকে আগলাবে আদিম শেকড় দিয়ে...

তেলরঙ, জলরঙ আপন তুলিতে সাজাবে আবার।


সাদা খাতায় লিপিবদ্ধ চাপা কান্নার অক্ষর,

শ্মশানের সাদা ধোঁয়ার কুণ্ডলীতেই মুছে যাবে অভিমান,

আর হঠাৎ পাওয়া উজ্জীবন পাবে চির কবরের আস্তানা।

আজ ষোল কলা পূর্ণ মারন বৃত্তের ঘেরাটোপে,

তাই ভিরমি খেতে খেতে আগামী নরকের আবাহন...


Rate this content
Log in

Similar bengali poem from Classics