নাচ মহল
নাচ মহল
সবাই একে একে চলে যাবে,
কেউ একাই পড়ে রবে
অস্পৃশ্য পৃথিবীর কোলে।
সপ্তডিঙার নোঙর তুলতে থাকবে না কেউ...
থাকবে না কেউ শব্দের লাশ সাজাতে।
ওই যে সভ্য সমাজের শবের গন্ধ বাতাসে,
তাই আজ নাগরিক কোলাহল হঠাৎ থমকে
লাল স্ট্রিট লাইটে...
হাজার ওয়াটেও প্রদীপের নীচে ঘন অন্ধকার,
জেব্রা ক্রসিংও টুথপেষ্টের বিজ্ঞাপনে ব্যস্ত।
দুর্ভেদ্য আদিম মহলে ছোপ ছোপ কালিমা,
অশুভ শক্তির নাচানাচি ভোর থেকেই....
ঘরবন্দী নদীর জলটা বড্ড ঘোলা,
-----মাছেরা চলে গেছে সেই কবে শীতঘুমে।
সমুদ্রের লোনা জল অধীর অপেক্ষায়
কখন ঢুকবে সে "নাচ মহলে"!
মেঘেদের প্রচ্ছায়ায় তাই আজ
বিমূর্ত শব্দের মিছিল...
--