STORYMIRROR

Debiprasad Panja

Others

2  

Debiprasad Panja

Others

শেষ চুম্বন

শেষ চুম্বন

1 min
420

নিস্তব্ধ পৃথিবীর বুকে এঁকেছি

অন্তর বিদারী একফালি চুম্বন...

হাজার অনুতাপ, হাজার নেশাতুর কাতর আহ্বান,

সব কিছুই হারিয়ে গিয়েছে তোমার বাগ্মিতা

আর জ্ঞানের ভাঙারে।


একটা আধফোটা গোলাপ সঁপে দি রোজ

তোমার হৃদয় আঙিনায়।

ছদ্মবেশী হয়ে তুমি কেন আবার ডাকলে?

নিস্তব্ধ আঁধারে একা দাঁড়িয়ে বেশ তো ছিলাম,

মৃত্যুর চোখরাঙানি এড়িয়ে

মুঠো মুঠো বাতাসের ঘ্রাণে বাঁচছিলাম।


আদি পয়গম্বর আবার ফিরিয়ে নেবার ডাক দিয়েছে,

কবিতার ঘর থেকে না ফেরার দেশে।

অনাবাদী ভূমিকে চুমে নি শেষবারের মত...

চোখে তুলসী, নাকে তুলো তুলসীতলার

মাটি ছোঁব অন্তিমবার,

চিতার কাঠ চুম্বনে ভরাবে পরম উল্লাসে,

একঘর অপেক্ষার হবে সমাপন।।  


Rate this content
Log in