STORYMIRROR

Debiprasad Panja

Romance Tragedy

3  

Debiprasad Panja

Romance Tragedy

আকাশের অস্তরাগে

আকাশের অস্তরাগে

1 min
921


প্রিয়া তুমি ছিলে আকাশের রাঙা অস্তরাগে,

আজও কত মাধবীর কানে কানে সুখের পরশ লাগে।


ভ্রমর হয়ে চেয়েছিলাম মধুর পরশ পেতে,

উড়ব দিগন্ত খোলা আকাশে মৌতাতে মেতে।


তোমার সুরে বুনেছিলাম কত স্বপ্নের মায়াজাল,

অস্তরাগে ধরা সুখের লগন থাকে চিরকাল।


সময়ের ব্যবধানে ফিকে আজি আকাশের শেষ রঙ,

রাঙা গোধূলির বুকেতে আজ ধরেছে কত জং।


অনুরাগের সুরে বাজে ব্যথার বিষের বাঁশি,

প্রাক্তন তুমি চলে গিয়ে অস্তরাগে এনেছ নিশি।


চরাচর ভরে নিকশ আঁধারে সুখের তারারা হাসে,

অস্তরাগের অস্তমিতে নয়ন গহিন আঁধারে ভাসে।


সাগরের বুকে এলে কি আসতে পারবে ফিরে?

অস্তরাগের মায়ায় চাঁদ আজ শুধায় তটিনীরে।


ব্যথাতুর মনে দিনগুলি শুধু আশায় তিয়াষায়,

ফিরবে কি তুমি স্মৃতিরাগে কোনদিন মোহনায়।


Rate this content
Log in

Similar bengali poem from Romance