খরস্রোতা নদী
খরস্রোতা নদী
বর্ণময় পোশাকে লুকিয়ে চিন্তামগ্ন আলস্য শরীর,
আড়মোড়া ভেঙে একবার ফিরে তাকাও...
কর্পূরের মতো উবে গেছে কালরাতের তাপমাত্রা,
হামাগুড়ি দিয়ে ফিরে আসছে এক আশ্চর্য শীতলতা;
সঙ্গমস্থলে পাওয়া হয়ে গেলো একজোড়া সামুদ্রিক বাতি।
যত ঘৃণা, আবেগ, দুচোখের জল...
সব নিষ্পেষিত রেঁস্তোরার নিভৃত কেবিনে।
কাল কেন এসেছিলে? কোন ব্রত নিয়ে?
জানি সম্ভাব্য সম্পর্কের গোপন গবেষণার শ্বেতপত্র প্রকাশে।
তুমি তো নারী, জানি তুমি খরস্রোতা নদী,
বালুকণা কখনও গুনতে যেওনা।
মাঝে মাঝে ভেসে আসা খড়কুটোর খবর রেখে কি লাভ?
এ সংসারে খুঁজে পাওয়া গেলো তোমার সঞ্চয়ের
বেশ কিছু মুক্তো, ঝিনুক, হয়ত সব "ঝুটা" নয়।
নিরাময়ী ঠোঁট আর মাতাল চোখ
এদের একটু আগলে রেখো...
কেননা কত উন্মত্ত ধমনী শান্ত হয় যে
তোমার বুকে মুখ লুকিয়ে।
নদী, আবার যদি কখনও 'চুম্বন বিক্রি' করো...
খবর দিও একবার,আপন তাগিদে হয়ত কিনতে যাব।