STORYMIRROR

Debiprasad Panja

Romance

3  

Debiprasad Panja

Romance

প্রেম মদিরার জলসাঘর

প্রেম মদিরার জলসাঘর

1 min
359

কোমল বেহাগের সাজানো বাগানে

    বাজে তার রিনিঝিনি নিক্কন,

প্রেম মাখা সরস আলিঙ্গনে

     মাথা নত লাজুক বেণুবন।


দূর আকাশের স্ফটিক ফেনায়

    ছড়িয়ে তার প্রিয় নাম,

আলো আঁধারি ঝিলিক বিন্দু

     চুকিয়ে দিল প্রতিটি দাম!


একান্ত পট নিঝুম রাতে

    ঠুমরীর তালে মুখর জলসাঘর,

ক্লান্ত চোখে লাল আগুনরেখা

    মদিরা নেশায় প্রেমের প্রান্তর।


লাজুক চাঁদের আলিঙ্গনে সেই

     ইমন কল্যান, তানপুরার সুর,

নিঃসঙ্গ আলোহীন ঝাড়বাতিটি

     পেলব গালিচার খোঁজে বহুদূর।


গোলাপজলে ভাসে রতির মিলন

     দমকা হাওয়ায় স্নিগ্ধ আতর,

বজ্রনখ উলুখের মৃত্যুহীন জাগরণে

     আড়ালে রচে একান্ত বাসর।


টিকটিক শব্দে ধুলো মাখা ঘড়িতে

     প্রাণের টানে ক্যাকটাসের টব, 

শব্দ বিহীন সাদা কফিনেই

     প্রেম মদিরায় ডুবন্ত শব।


আলো আঁধারির চোরা স্রোতে

    ছবি আঁকে অস্পষ্ট ঘুঙুরের তাল,

প্রেমের জলসাঘরের নির্জন বারান্দায়

     লুকানো ঘ্রাণে আসবে আবার কাল।


Rate this content
Log in

Similar bengali poem from Romance