অসুখ
অসুখ


মাস্কবন্দী বিমর্ষ আজ পৃথিবীটা যে,
ভাবছো তুমি, ভাবছি আমিও,
আসলে যে অসুখটা তোমার আমার
ভেবে কি দেখেছ কখনো?
চেয়ে দেখ আজ দুচোখ মেলে,
হাসছে কেমন পৃথিবীটা,
নির্মলতার গন্ধ মেখে
ফিরছে ঘরে পাখিরা।
মাস্কবন্দী বিমর্ষ আজ পৃথিবীটা যে,
ভাবছো তুমি, ভাবছি আমিও,
আসলে যে অসুখটা তোমার আমার
ভেবে কি দেখেছ কখনো?
চেয়ে দেখ আজ দুচোখ মেলে,
হাসছে কেমন পৃথিবীটা,
নির্মলতার গন্ধ মেখে
ফিরছে ঘরে পাখিরা।