চুম্বন
চুম্বন
ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলাম যেদিন
এক অদ্ভুত মাদকতার আবেশ
গ্রাস করেছিল সমস্ত শরীর মন,
দুজনের হৃদয় স্পন্দিত হয়েছিল একইসাথে,
তোমার সুরে মিশে গিয়েছিল আমার সুর,
তোমার মুহূর্তেরা বন্দি হয়েছিল
আমার ক্যানভাসের ভিতর।
তারপর কেটেছে অনেকগুলো বছর,
আজ আবার ফিরে এসেছে একটা বসন্ত,
&
nbsp; ওরা বলে আজ নাকি কিস ডে,
আজ কত কচি অধর হারাবে তাদের কৌমার্য,
ঠিক আমাদের বহুপুরাতন স্মৃতির মতন,
ওদের অনেকে আজ ভাসবে প্রেমের প্রথম আবেশে,
যেমনটা ভেসেছিলাম আমিও, সেদিনের বিকেলে,
আবার অনেকে হয়তো বা নিলামে বিক্রি হবে,
যেমনটা… নাঃ সেটা নয় না বলাই থাক তবে।