স্বপ্ন উড়ান
স্বপ্ন উড়ান
ঐ বুকেতে নীল আকাশের
ভাসিয়ে রঙিন স্বপ্নদের,
দেখছি তারা মেঘের দলে
উড়ছে কেমন ডানা মেলে।
মন ফেরে না বাস্তবে
তাইতো স্বপ্নে থাকি ডুবে,
দেখছি কেমন ইচ্ছেরা সব পাখির ভিড়ে
রওনা যে দেয় রূপকথার ঐ স্বপ্নপুরে।
ঐ বুকেতে নীল আকাশের
ভাসিয়ে রঙিন স্বপ্নদের,
দেখছি তারা মেঘের দলে
উড়ছে কেমন ডানা মেলে।
মন ফেরে না বাস্তবে
তাইতো স্বপ্নে থাকি ডুবে,
দেখছি কেমন ইচ্ছেরা সব পাখির ভিড়ে
রওনা যে দেয় রূপকথার ঐ স্বপ্নপুরে।