সুরভিতা
সুরভিতা


সুরভিতা, তোমার কি মনে পড়ে?
সেদিনও ছিল একটা রোজ ডে।
তুমি আমায় এনে দিয়েছিলে জগতের শ্রেষ্ঠ গোলাপটিকে,
আমি তাকে তুলে রেখেছিলাম সযত্নে।
সে আজো বন্দিনী হয়ে আছে আমার কাছে,
হয়তো বা রিক্ত মৃত শুষ্ক ভঙ্গুর হয়ে,
তবুও অমলীন রূপে,
আমার প্রিয় খাতার কোন গোপন ভাঁজে।
সুরভিতা, তোমার কি মনে পড়ে?
সেদিন ছিল আরেকটা রোজ ডে।
দিনটা ছিল একইরকম, সেই প্রথমদিনের মতই,
তোমার হাতে ছিল একগুচ্ছ গোলাপ,
তফাত শুধু একটাই ছিল,
তুমি তাদের দিতে পারোনি আমায় নিজের হাতে,
তারা ছড়িয়ে পড়েছিল রাস্তায়, অবিন্যস্ত ভাবে,
তোমার রক্তের রঙে তারা হয়ে উঠেছিল আরো রক্তাভ।
সুরভিতা তুমি কি জানো?
আজ আবারো একটা রোজ ডে।
যে দিনটা আমার কাছে নেমে এসেছিল একদা
ভালোবাসার আশীর্বাদ হয়ে,
আজ তা্রা শুধুই অভিশাপ,
যে রঙ একদা ছিল খুব প্রিয়,
আজ তারা বিবর্ণ ফ্যাকাশে,
যে ধ্বংসের বুকে তলিয়ে যেতে
দেখেছিলাম সেদিন তোমায়,
তারা আজ আমাকেও করুক গ্রাস,
কারণ সৌন্দর্যেরা শুধু তৃপ্তিই দেয় না,
কখনো বা ডেকে আনে অশনি সংকেত।