প্রথম নিবেদন
প্রথম নিবেদন


কেটে গেছে একে একে সোনালী মুহূর্তেরা
তবু স্মৃতিরা রেশ রেখে যায়,
ভুলতে কি পেরেছি আজো সেই দিনগুলোর কথা
ভুলতে কি পেরেছি তোমায়?
তোমার কি মনে পড়ে, সেদিনটা ছিল একটা প্রোপোজ ডে
হয়তো বা আর পাঁচটা দিনের মতই সাধারণ,
তবুও অন্তরে রয়ে গেছে আজো সেই বহু স্বপ্নের স্মৃতিবিজড়িত ক্ষণ,
তোমায় করা আমার প্রথম প্রেম নিবেদন।
&
nbsp;
এভাবেই কেটেছে কতগুলো দিন, সুখে আর দুঃখে,
আজ ফিরে এসেছে আবার সেই দিন,
তফাত শুধু একটাই, সেদিন আমার পাশে ছিলে তুমি,
আজ আমি শুধুই একলা, হতভাগ্য দিশাহীন।
জানি না আজ তুমি কোথায়, কার সাথে,
জানি না আজ তুমি সুখী না অসুখী, জীবিত না মৃত,
কিন্তু আমার হৃদয়ের শ্রেষ্ঠ স্থানটি আজো তোমারই যে হয়ে আছে,
তুমি যে চির অক্ষয় চির অমর,ঠিক আমাদের সেই প্রথম দিনটির মত।