প্রতিজ্ঞা
প্রতিজ্ঞা


পেরিয়ে এসেছি আজ অনেকটা পথ,
একা বাঁচতে শিখে গেছি আমি,
অতীতকে আর মনে করিও না প্লিজ
কারণ বর্তমানটাই আজ অনেক বেশি দামী।
রঙ্গিন স্বপ্নজাল বুনে এনেছিলে আমার কাছে,
দেখিয়েছিলে স্বপ্নে ঘেরা এক ভবিষ্যৎ,
কল্পনারা মিথ্যে হতে নেয়নি সময়,
বাস্তবেরা বারে বারে বদলেছে পথ।
ক্যালেন্ডারে আজ এগারোই ফেব্রুয়ারী,
বাচ্চারা বলে সব প্রমিস ডে না আরো কি সব!
ওরা বোঝে প্রমিস মানে অঙ্গীকার,
আমার কাছে প্রমিস যত মিথ্যের কলরব।
জানি না আজ তুমি কার দ্বারে প্রতিজ্ঞাবদ্ধ,
তবু বলি ভালো থেকো,
আমাদের স্মৃতিটুকু নয় ওয়ারড্রবেই বন্দি থাক,
ভাল থাক যেন সেওতো।