Shubhranil Chakraborty

Classics

3  

Shubhranil Chakraborty

Classics

বিদ্রোহী নজরুল

বিদ্রোহী নজরুল

1 min
12.1K


পরাধীনতার সূর্য যখন মধ্যগগনে,

উত্তপ্ত চারিদিকে বধিছে অজস্র বীর সন্তানেদের প্রাণ,

সেসময় কোন এক পূন্যলগ্নে হল তোমার আবির্ভাব,

গর্জে উঠল তোমার বজ্রলেখনী,

উচ্চারিল তোমার বিদ্রোহী কন্ঠ।

ভেদাভেদে তুমি করোনি কভু বিশ্বাস,

হিন্দু মুসলিম ছিল তোমার কাছে একই বৃন্তের ফুল,


তোমার আদর্শ তোমার বাণী দাবানল হয়ে ছড়িয়ে পড়েছিল দিকে দিকে,

দুর্গম গিরি কান্তার মরু রইল না আর বাধা,

এক হয়ে গেল সবে।

তোমার হুঙ্কারে সেদিন স্তব্ধ হয়েছিল বিচ্ছিন্নতাবাদীর দল,

সাম্যের গান গেয়ে তুমি,

সদর্পে ঘোষণা করেছিলে মানবতার জয়গান।

সাম্রাজ্যবাদীর দল ভয় পেয়েছিল তোমার বজ্রকন্ঠকে,

তাই তারা করেছিল প্রতিনিয়ত তোমার কণ্ঠরোধ,


তুমি হয়েছিলে রক্তাক্ত,পঙ্গু, অথর্ব,

কিন্তু তোমার ভাবনারা ছিল জীবন্ত।

বহু শতাব্দীর রক্তক্ষয়ী সংগ্রাম শেষে হলাম আমরা স্বাধীন,

জয়ী হলে তুমি, মানবতা হল জয়ী ।

আজ স্বাধীনতার অতিক্রান্ত সত্তর বছর,

তবু স্মরণে আনি যখন তোমায়,

কোন অন্তর্লোক থেকে প্রতিনিয়ত তোমার কণ্ঠস্বর,

আজো মানবতা ও সাম্য়ের গান শোনায়।



Rate this content
Log in

Similar bengali poem from Classics