স্বরলিপি ছিঁড়ে
স্বরলিপি ছিঁড়ে
বাঁধো তুমি গান স্বরলিপি ছিঁড়ে
তায় পারো সুখ দিতে একাকার করে
বুকের ভেতর দুঃখ যত রাখো নিংড়ে।
ব্যথার গভীরে দিন কেটে যায়
আশ নিয়ে যদিও থেকে যায়
শেষ হবে কবে বলো রাতের আঁধার
ভোর নিয়ে আকাশ ঘিরে ।।
মেঘের কাজলে বর্ষা কোথায়
আমার পাগল প্রেম আজ কোথায়
আছে আলোর ফুল ভাসিয়ে দুকুল
চাইবে যে কখন ফিরে ।।