কেবল গাছ সাজবে বলে (বিষয়-প্রেম
কেবল গাছ সাজবে বলে (বিষয়-প্রেম


গাছেরা ভালোবাসলে দ্যাখো আড়াল লাগে না
সমস্ত রাত্রি তারা খোলামাঠ জুড়ে চুমু খেয়ে বাঁচে
সমর্থ শরীর ছুঁয়ে পাকদণ্ডী বেয়ে ওঠে ক্রমাগত
অহরহ চুষে নেয় দিগদর্শী ঠোঁটের জবানি
তারা সমস্ত আস্তিন খুলে প্রদর্শন করে প্রচ্ছন্ন নগ্নতা
এ কাকে রাজসাক্ষী বানিয়েছো তুমি?
এ কোন বুকে বুনে নিয়েছো বিশুদ্ধ ঘাসজমি
ছেড়েছো শীতের পোশাক... রক্তক্ষরণ
ধীরে ধীরে বিবস্ত্র হয়েছো বলে
গাছেদের বুকে এখনো জমে আছে নৈশযাপনের চিহ্ন
পারলে তুমিও ঘুমিয়ে থাকো গাছেদের গায়ে
সন্ধের বসনভেদে প্রকাশ্যে এঁকে নাও প্রবর মঙ্গলদাগ
গাছেরা নগ্নতা পেলে রাত্রি আসে ছদ্মবেশহীন
তুমিও ওগিয়ে যাও দৃঢ় চোয়ালের গা ঘেঁষে দাঁড়াতে-
সমস্ত অনুচ্চারিত শব্দে
কেমন অনায়াসে নিষিদ্ধ রঙ শুষে নাও গাছেদের ছাল থেকে...
এই তো... চেয়ে দ্যাখো...
ঘন হয়েছে অন্ধকার... অপরাধ,
কত সহজেই তুমি প্রকাশ্যে বিষ মাখতে শিখে গ্যাছো
তোমার রাত্রিবাস কী কেবল গাছ সেজে ওঠার জন্যই?