অসাধারণ তুমি
অসাধারণ তুমি


তোমার হয়তো পছন্দ মিনি স্কার্ট পড়া মেয়েটিকে,
কিন্তু আমার পছন্দ ব্ল্যাক শার্ট পড়া ছেলেটা,
তোমার হয়তো অভ্যাস ওলাতে যেতে যেতে ডেসপ্যাসিতো শোনা ,
আর আমার আনন্দ বাসের জানলার ধারে সিটে বসে নীল রং ছিল ভীষণ প্রিয় ,
তোমার হয়তো ক্লান্তি শেষ কেএফসি তে বসে মিঙেল বাকেটের অর্ডার,
কিন্তু আমার দিনের শেষে চাই মাটির ভাঁড়ে চায়ে চুমুক,
আর ঠিক এই ভাবেই হয়ে ওঠা তুমি অসাধারণ আর আমি সেই অতিসাধারণ...!!