STORYMIRROR

Manik Goswami

Classics Fantasy

4  

Manik Goswami

Classics Fantasy

অরণ্যের মাধুরী

অরণ্যের মাধুরী

1 min
372

Prompt-22


অরণ্যের মাধুরী 

মানিক চন্দ্র গোস্বামী


বনানীর সংসারে বড় হয়েছি আমি,

চারা থেকে হয়েছি মহীরুহ;

এখন নিকট হয়েছে খোলা আকাশ,

শুধু আলোকের যাত্রাপথ হয়েছে দুরূহ।


ছোটবেলায় যখন আমি ছোট্ট চারাগাছ,

ভয় হতো চারপাশে বিশাল গাছ দেখে;

হঠাৎ ঝোড়ো হাওয়ায় কেউ যদি ভেঙে পড়ে,

শেষ হয়ে যাবো বড়ো হওয়ার স্বপ্ন চোখে এঁকে।


নিজেকে নিয়েই ভাবনা ছিল বাঁধা,

ঘন অন্ধকারে লাগতো কেমন ধাঁধা।

বড়ো হবার ইচ্ছে জাগতো মনে,

ঈর্ষা হতো বৃক্ষ 'পরে অলির গুঞ্জরণে।


হঠাৎ সেদিন উঠেছিল উত্তাল এক ঝড়,

মহীরুহের শাখার দোলে কাঁপছি থরথর;

আপন অঙ্গ ছেদন হলেও চারায় লাগেনা আঁচড়,

সন্তানসম চারাগাছে তারা বাঁচাতে তৎপর।


বুঝতে পারিনি ঝড়ের দাপট, মায়ের স্নেহের ছোঁয়ায়,

পাতার ভিড়ে আগলে রেখে ঝড়ের থেকে বাঁচায়।

বাঁচিয়ে রেখেছে চড়া রোদ হতে, শান্ত শীতল ছায়ায়,

ঘোর বর্ষায় আঁকড়ে ধরেছে, মাটি যেন ধুয়ে না যায়। 


আজকে আমি মহীরুহ, আমার ডালে নাচছে পাখি;

নীল আকাশের পানে চেয়ে মুক্ত জগৎ দেখি।

দায়িত্ব আমার বেড়ে গেছে আজ লালন পালনেই,

জানি, লুকানো রয়েছে অরণ্য মাধুরী, ছোট্ট চারাতেই।



Rate this content
Log in

Similar bengali poem from Classics