অপটিক্যাল ইলিউশন
অপটিক্যাল ইলিউশন
করাত চিনতে পারে কাঠ ;
কিরাতও জেনে যায় শিকার,
যতদূর দৃষ্টি - ধূ ধূ মাঠ ;
মনে আসে অচেনা বিকার।
চোখের পলকে ওঠে ঢেউ ;
ঠিক যেন চির চঞ্চল,
এরই মাঝে বলে কেউ কেউ ;
পেয়ে গেছি প্রেমের অঞ্চল ।
এঁকে যাই কালো কালো বিন্দু ;
চোখে চোখে লেগে যায় ধন্দ্ব,
সে কি তুমি ? করুণার সিন্ধু ?
ব্যক্তিত্ব নয় মোটেই অন্ধ ।
দুয়ার খুলে বসে রই একা ;
ঝরাপাতা জড়ো হয় দ্বারে,
হাতের মুঠোয় যার দেখা ;
পেয়েও তো চিনি নাই তারে ।
নোনা জল আর সোঁদা মাটি ;
অঘ্রাণে ঘ্রাণ নিতে গিয়ে,
দৃষ্টি ভ্রমের খুঁটিনাটি ;
শোনায় তোমার আজ বিয়ে ।
চোখ চাই ঈগলের মত ;
ঠোঁট দু'টো সারসের ঠ্যাঙ ,
অপটিক্যাল ইল্যুশন-ক্ষত,
বলে তুই কুয়োটার ব্যাঙ ।
রাগে গা' গরগর করে ;
চেঁচিয়ে আকাশ মাথে তুলি,
দেহ মন কামনার জ্বরে ;
অকারণ ব্যক্তিটা ভুলি ।
