অঞ্জলী লহ মোর
অঞ্জলী লহ মোর
কাহার ধেয়ানে লিপ্ত তুমি সুন্দরতম সৈনিক ,
ধর্ম, বর্ণ , জাতিভেদ ভূমি শান্তি মাগিছে দৈনিক ।
অঞ্চলে যার স্বাধীন সূর্য্য রহিয়াছে চির ভাস্বর ,
অন্তরে তার বিভেদ তূর্য্য এক্ষণে পরিহাসকর ।
লেখনী তোমার বিদ্রোহ করে নিত্য বক্ষমাঝে,
তবু ভেদাভেদ বিগ্রহ ধরে অন্তরে মরি লাজে ।
কাণ্ডারী যদি ভাণ্ডারী হয় লোভে পর্দানসীন ,
সাম্য সেথায় অকাম্য রয় যুগে যুগে চিরদিন ।
ইংরাজ রাজ লয়েছে বিদায় রেখেছে রাজনীতি,
তস্কররাজ কায়েম যে হায় রহে না প্রেম-প্রীতি ।
সনাতনী দেশ বয়সে কেবল; বৃদ্ধবৎ নহে পক্ক,
স্বার্থপরতাই হৃদয়ের বল ; দ্বেষ বিদ্বেষে সখ্য ।
গেছে ইংরাজ দিকে দিকে আজ অশান্তি অসাম্য,
এস ধর হাল; লেখনীর বাজ ভারতগগনে কাম্য ।
উত্তাল দেশে এনেছ উছাল বহুমুখী প্রতিভায়,
যার ভাবনায় দিকচক্রবাল - এখনো কাঁপিয়া যায়।
সে যে তুমি মিঞা দু:খের দুখু তোমারি সেই নাম,
জগত জুড়িয়া সাহসের বাণী - নজরুল ইসলাম ।
আমরা যারা সাম্যবাদী - রয়েছ তাদেরই বক্ষে,
শেষ দশা তব রাখিয়াছি মনে- দেখিয়াছি স্বচক্ষে।🙏
