অনুপ্রেরণার ডাকঘর
অনুপ্রেরণার ডাকঘর


তিমির রাত্রি শেষে ভোরের আলোর অনুরণন,
আলোর থেকে আঁধারিতে নির্ভরতা বেশি,
বিষের বাঁশির করুণ সুরে আচ্ছন্ন কালো ইতিহাস,
স্মৃতির সরণীতে শুধুই হতাশার চালচিত্র;
চৌহদ্দির যূপকাষ্ঠে নীরবে অশ্রুপাত,
বিষবাষ্পের দংশনে অহর্নিশ বিষাদিত মন,
দোমড়ানো হৃদয় কুঠুরিতে আঁধার যাপন;
এমনই সংকটাপন্ন সময়ে আলোকবর্তিকার আগমন;
মাত্র কয়েকদিনের আলাপচারিতায় খুঁজে পেয়েছিলাম ভরসার আশ্রয়স্থল।
আশমান জমিন ফারাকের মাঝে স্নিগ্ধতার ঘ্রাণ,
নিবিড় সাহচর্যের শীতলধারায় আবারও প্রাণচাঞ্চল্যের দীর্ঘসূত্রতা -
আবারও নির্দ্বিধায় ফিরে দেখা জীবনের হলুদ পাতায়,
বিবর্ণতার মাঝে কচিপাতার প্রত্যয় ব্যক্ত করা।
অনাসক্ত মনে পুনর্বার সৃষ্টিবিলাসী হওয়ার আশকারা।