ভ্যালেন্টাইন্স ডে
ভ্যালেন্টাইন্স ডে


ভালোবাসার রাজত্বে নিজেকে ফিরে দেখা,
আঁধারিয়া স্মৃতির পাতায় দগ্ধতার জলছাপ,
কোনো সূত্র মেনে ভালোবাসার পাটিগণিত তৈরি হয় না,
কোনো বিশেষ কবিতায় ভালোবাসার বর্ণপরিচয় গড়ে ওঠে না,
আবর্তিত ঋতুতে হঠাৎই জাগ্রত প্রেমের রণডঙ্কা,
সময়কে হেলায় উপেক্ষা করে ভালোবাসা প্রতিস্থাপিত হয়;
বিসর্জনের গভীরতাকে ফুৎকারে উড়িয়ে দিয়ে অক্লেশে ডুবসাঁতার,
চৈতি হাওয়ায় প্রেমের ভেলায় উজানে ভেসে যায় দু'টি মন -
বসন্ত ফাগুনের আঁচে পুড়িয়ে নেয় নিজস্বতার অনুভূতি,
মনের জিজীবিষায় নেই কোনো দ্বিধা-দ্বন্দ্বের সংকলন,
সমানুপাতিক প্রতিষেধককে অপ্রাসঙ্গিক ক'রে এগিয়ে চলে মৈত্রেয়ী বন্ধন -
বিশ্বাসী মনে অবিশ্বাসীর অনুসন্ধিৎসু দৃষ্টিকে সন্তর্পণে বাক্সবন্দী;
যাবতীয় বাধা-বিপত্তিকে অহর্নিশি প্রতিহত ক'রে বাঁচিয়ে রাখে প্রেম!
জন্ম-মৃত্যুকে এক পেয়ালায় আবদ্ধ ক'রে ঠোঁটের উষ্ণতায় রেশটুকুই সম্বল...!
ভালোবাসার সমষ্টিচিহ্ন বেঁচেবর্তে থাকে ভালোবাসার ছোঁয়ায় এইভাবেই।