অনুভূতির উষ্ণতা
অনুভূতির উষ্ণতা
1 min
82
উষ্ণতার এক স্পর্শে বাঙ্ময় করে দিতে চাই,
তোমার নিথর,শীতল,বিষাক্ত মনটাকে...
নীলকন্ঠ হয়ে শুষে নিতে চাই সব বিষ,
তোমার অতীত আর বর্তমান থেকে।
আচ্ছা অনুভূতি কি দেখা যায়?
যদি যেত তবে দেখতে পেতে,মহাসিন্ধুর ওপারে
দুহাত বাড়িয়ে অপেক্ষারত এই চাতককে...
যে তার উষ্ণতার ছোঁয়ায়,তোমার মাঝে জাগাতে
চায়, লক্ষকোটি তারার ঔজ্জ্বল্য...
সে আজ অপারগ,অভিমানী।
মহাসিন্ধু পার হবার অধিকার যে
তুমি তাকে দাওনি...
মহাসিন্ধু আজ তাই বইছে সময়সিন্ধু হয়ে।
শুধু একটাই প্রশ্ন মনে জাগে..
ঐ বিবর্ণ মনটা যে তোমার হতে পারে না,
তা কি তুমি বোঝো না?..